খুব সহজেই ফেসবুকে Birth Date পরিবর্তন করুন

আসসালামুআলাইকুম। সবাইক কেমন আছেন। আজ আমার প্রথম পুষ্ট, ভূল হলে ক্ষমা করবেন। আর কথা নয় চলুন টিপ্সটি দেখে নিন।
অনেকে জানেন বা অনেকে নাও জানিতে পারেন। তাই নতুন করে আপনাদের মাঝে তুলে ধরলাম। কথা না বারাই, আমরা অনেক সময় নতুন FB আইডি খুলতে গিয়ে Date of Birth ভুল দিয়ে ফেলি। সাধারনত এইটা একবারেই সেট করা হয়। এরকমটাই জানি আমরা। কিন্তু না এটা একবার পরিবর্তন করা যায়। মানে আপনি একবার পরিবর্তন এর জন্য রিকুয়েস্ট করতে পারবেন।আপনার রিকুয়েস্ট সাক্সেসফুল হলে আপনার আইডির ডেইট অফ বার্থ চেন্জ হয়ে যাবে। প্রসেস টা খুবই সহজ। প্রসেস:- প্রথমে নিচের Link ক্লিক করেন,
এখান থেকে যান
নতুন ট্যাব এ একটি FB Window খুলবে সেখানে আপনার কাঙ্খিত জন্মতারিখ বসান এবং Submit দিন।
না বুজলে নিচের স্ক্রিনশট দেখুন বুজতে পারবেন।

এবার যদি আপনাকে Succesfull মেসেজ দেখায় তো আইডি টা একবার Log Out করে আবার Log In করুন। দেখুন আপনার Date of Birth পরিবর্তিত হয়ে গেছে। ★বিদ্র:- যে ব্রাউজার এ কাজটি করবেন সেটাতে অবশ্যই আপনার আইডি টি আগে থেকে Log In করান থাকতে হবে। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে

লেখকঃ এফ.এস মাসুদ

0 Comment "খুব সহজেই ফেসবুকে Birth Date পরিবর্তন করুন "

Post a Comment